দোয়ারাবাজারে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ গাড়ি জব্দ, আটক ২

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

দোয়ারাবাজারে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ গাড়ি জব্দ, আটক ২

দোয়ারাবাজারে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ গাড়ি জব্দ, আটক ২

অনলাইন ডেস্ক

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২৪ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কালিউড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটকের সময় ব্যাটারিচালিত দু’টি টমটম গাড়িও জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের রহমত আলীর ছেলে সেলিম আহমদ (২০) ও একই ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে আমির হোসেন (৩৫)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, ‘ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা ২৪ (চব্বিশ) বস্তা ভারতীয় চিনি, দুইটা টমটম ও দুইজন আসামীকে আটক করা হয়েছে। আটককৃত দুইজনকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চোরাচালান বন্ধে পুলিশের অভিযান সবসময় অব্যাহত থাকবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ