ছাতকে দোকান মালিক – শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

ছাতকে দোকান মালিক – শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

ছাতকে দোকান মালিক – শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

 

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে প্রতি শুক্রবার দোকান বন্ধ রাখার দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে বুধ ও বৃহস্পতিবার শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় প্রতি শুক্রবার জুতা,কসমেটিকস ও কাপড়ের দোকান বন্ধ রাখা হবে। এতে দোকানের মালিক পক্ষ ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে এক জরুরি সভার আয়োজন করেন শহরের চাঁদনী ঘাটে। ছাতক ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডাকসুর সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ডা. আফছার উদ্দিনের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন অধ্যাপক হরিদাস রায়, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধুরী, পাথর ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি শামছু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী একলাছ খান, ছালিক মিয়া চৌধুরী রুকন,সাইদুল আলম মধু,আব্দুল মতিন, মতিউর রহমান, সাদিক মিয়া তালুকদার, আনোয়ার হোসেন, সামছুল হক,শামছু মিয়া, কালা মিয়া, শহীদুর রহমান সোহেল প্রমূখ। এসময় শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ মিয়া। সভাপতির বক্তব্য ডা.আফছার উদ্দিন বলেন আদিকাল থেকেই ছাতকের ঐতিহ্য হচ্ছে শুক্রবার ও মঙ্গলবার ছাতকের হাট বার বা বাজার বার। এ ঐতিহ্য ধরে রাখতে হলে শুক্রবার দোকান বন্ধ রাখলে দোকান মালিক -শ্রমিক উভয়ই মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।ফলে শুক্রবার দোকান বন্ধ রাখা যাবেনা। শহরে সম্প্রতি চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। তিনি বলেন দোকান বন্ধ না রেখে শ্রমিকদে সপ্তাহে এক দিন ছুটি দেওয়া অত্যায়ান্ত জরুরি। শ্রমিকদের অধিকারের বিষয়ে গুরুত্ব দিতে হবে। শুক্রবার বন্ধ ও খোলা রাখার বিষয় নিয়ে সভায় মালিক শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু পক্ষের বক্তব্য শুনে সোমবার মালিক ও শ্রমিক উভয় পক্ষ তার সাথে যোগাযোগ করার অনুরুধ করে বিষয়টির তাৎক্ষণিক সমাধান করে দেন।