গাউছিয়া আহমদিয়া মাইজভাণ্ডারীর জেলা কার্যকরী সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

গাউছিয়া আহমদিয়া মাইজভাণ্ডারীর জেলা কার্যকরী সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

গাউছিয়া আহমদিয়া মাইজভাণ্ডারীর জেলা
কার্যকরী সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

 

গাউছিয়া আহমদিয়া মাইজভাণ্ডারী খানকাহ নবগঠিত সিলেট জেলা কার্যকরী সংসদের উদ্যোগে পরিচিতি সভা ও মাসিক তরিকত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আলুতল ইসলামপুর এলাকায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নব গঠিত জেলা কার্যকরী সংসদের সভাপতি আশরাফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম আহমদ খান, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ, মওলানা সিরাজুল ইসলাম, সিলেট ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন, আবুল কালাম পাটুয়ারী। এছাড়াও সিলেট জেলা কমিটি, শাহপরান থানা কমিটি ও জালালাবাদ থানা কার্যকরী সংসদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর সিলেট জেলা নব গঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মুহাম্মদ আশরাফ চৌধুরী, সহ সভাপতি মুহাম্মদ আফতাবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার উদ্দিন বকুল, দারুত-তায়ালীমের সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কবির আহমদ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাবেদ আহম্মদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান সাইস্তা, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহিন আহমদ শামীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ