সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪
কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশন কাজের সূচনা
সংবাদ বিজ্ঞপ্তি
দোয়া মাহফিলের মাধ্যমে কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) হসপিটালের নিজস্ব ভুমিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন(জিডিএ) ইউকের সভাপতি আবুল ফাতেহ-এর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তারা বলেন, তৃণমূল মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন(জিডিএ) ইউকে,এর অর্থায়নে গাছবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট জিডিএ হাসপাতালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা অত্যন্ত আনন্দের।
বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা এলাকার গরিব জনসাধারনের জন্য বিনামুল্যে চিকিৎসাসেবা দেবার লক্ষ্যে জিডিএ হটপিটাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। এ হসপিটাল নির্মিত হলে এলাকার অসুস্থ গরিব মানুষসহ সকলেই চিকিৎসা সেবা পাবেন। এ মহৎ কাজ যারা করে যাচ্ছেন আমরা তাদের অভিনন্দন জানাই।
তারা গাছবাড়ীতে হসপিটাল প্রতিষ্ঠাসহ সকল ভালো কাজে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সভাপতি আবুল ফাতেহ জানান, আগামী ১ বছরের মধ্যেই আমরা হসপিটালের নির্মাণ কাজ শেষ করে স্বাস্থ্য সেবা চালু করতে চাই।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন, অধ্যাপক ড.ইব্রাহীম আলী, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী একেএম বদরুল আমিন হারুন, সমাজসেবী বাবুল আহমদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মৌলা, হাফিজ মাওলানা আলতাফুর রহমান, শিক্ষাবিদ জাকারিয়া, সমাজসেবী ফরিদ উদ্দীন, গাছবাড়ী সমাজ কল্যান যুব সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সমাজসেবী ডা: হাবিবুর রহমান হোসাইনী, ফজলুল বাসিত বেলাল, মাওলানা কামাল উদ্দিন, গোলাম রাব্বানী, শাহজাহান সোলায়মান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার তাওহীদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম, শাহাব উদ্দিন, ঝিংগাবাড়ী ইউপি সদস্য আব্দুল কাদির, সমাজসেবী নুর আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি