প্রয়াত মেয়র কামরানের জন্মদিনে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

প্রয়াত মেয়র কামরানের জন্মদিনে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক :: প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের জন্মদিন উপলক্ষ্যে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

এ উপলক্ষ্যে শুক্রবার বাদ জুম’আ হযরত শাহ্জালাল (র:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের দলীয় সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজীজ, সাধারণ সম্পাদক বজালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিঠু।