সেনাবাহিনীর তত্ত্বাবধানে খিলক্ষেতে ভ্রাম্যমাণ চেকপোস্ট

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

সেনাবাহিনীর তত্ত্বাবধানে খিলক্ষেতে ভ্রাম্যমাণ চেকপোস্ট

সেনাবাহিনীর তত্ত্বাবধানে খিলক্ষেতে ভ্রাম্যমাণ চেকপোস্ট

 

অনলাইন ডেস্ক

 

রাজধানীর খিলক্ষেত এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ গত ২ নভেম্বর অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে খিলক্ষেতে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করেছে।
এই যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৯২টি মামলা, ২ লাখ ২২ টাকা জরিমানা এবং অন্যান্য কারণে ৬টি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

বিডি প্রতিদিন