সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে পাথর ও মেশিন জব্দ
অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আহ্বানে গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ১ লক্ষ ঘনফুট পাথর ও ৮টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে।
রোববার (৩নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিছনাকান্দি এলাকায় টাস্কফোর্সের অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট বিজিবি-৪৮ জানায়, রোববার(৩নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৩/এমপি থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির আহবানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসন, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে বিছনাকান্দি ও আনফরভাংগা এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
টাস্কফোর্স অভিযানে আনুমানিক ১ লক্ষ ২০০ ঘনফুট পাথর ও ৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮ টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো.জালাল উদ্দিনের এবং ৫৫ হাজার ২০০ ঘনফুট পাথর ইউপি সদস্য মো.পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি