সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
বিয়ানীবাজারে ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জারিমানা
নিউজ ডেস্ক
বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান আদালতের প্রভাব পড়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কিছুটা কমতির দিকে। ভ্রাম্যমান আদালতের অভিযানের কারণে ইচ্ছেমত কেউ দাম বাড়াতে পারছেনা। ফলে স্থানীয়ভাবে পণ্যমূল্য নিয়ে ক্রেতাদের নতুন কোন অভিযোগ নেই।
এদিকে বিয়ানীবাজার পৌরশহরে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণি ম্যাজিস্ট্রেট কাজী শামীম।
রোববার (০৩ নভেম্বর) এ অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালত। আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করে বিয়ানীবাজার থানা-পুলিশ।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারে দ্রব্যমূল্যের দাম যাতে বাড়াতে না পারে সেজন্য এমন অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে চারখাই বাজারে রেস্টুরেন্ট, সবজি দোকান, মাছ বাজার ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমীন নেওয়াজ।
অপরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে সোনিয়া এন্ড প্রিয়াঙ্কা রেষ্টুরেন্টে ৪০ হাজার টাকা, সাকিবুল আখনি রেষ্টুরেন্টে ১০হাজার টাকা এবং বনফুল এন্ড কোম্পানি চারখাইকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি