সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
মো. তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন জয়ফুল বিবি (৪৫) নামের এক গৃহবধূ।
এ ঘটনার ২ ঘন্টার মধ্যেই স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত রজব আলীর পুত্র।
গ্রেফতারের পর সোমবার (২৮ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কলহের জেরে জয়ফুল বিবি (৪৫) কে মারধর করেন তার স্বামী আব্দুর রউফ। মারধরের এক পর্যায়ে জয়ফুল বিবি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
রাত ৯টার দিকে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ২ ঘন্টার মধ্যেই নবীগঞ্জ উপজেলার ৭নং কুর্শি ইউনিয়নের টুকেরবাজার এলাকা হতে আব্দুর রউফকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাাগরে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ২ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহেযাগীতায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি