সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
স্পোর্টস ডেস্ক
জয় দিয়ে ইংরেজি নববর্ষ শুরু করল চট্টগ্রাম আবাহনী। আর এ জয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠে গেল চট্টগ্রামের দলটি।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল চট্টগ্রাম আবাহনী। এই ম্যাচে পরাজয়ের মধ্য দিয় ফেডারেশন কাপ থেকে বিদায় নিল শেখ রাসেল। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে ঘুষি মারায় লাল কার্ড দেখতে হয় শেখ রাসেলের ফরোয়ার্ড তকলিস আহমেদকে।
১৭ মিনিটে গোল করার দারুণ একটি সুযোগ আসে চট্টগাম আবাহনীর। নিজেদের অর্ধে থেকে আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের লং পাস খুঁজে নেয় মান্নাফ রাব্বিকে। দ্রুতগতিতে বক্সের মধ্যে ঢুকে পড়ে শট নিলে তা শেখ রাসেল গোলকিপার আশরাফুল ইসলাম রানার পায়ে লেগে বাইরে চলে যায়।
পরপর দুটি কর্নার আদায় করে রাসেলের ওপর চাপ সৃষ্টি করে মারুফুল হকের দল। নয় মিনিট পর ফের আক্ষেপে পুড়ে বন্দরনগরীর দলটি। মান্নাফ রাব্বির মাইনাসে বক্সের মধ্যে বল পেয়ে দিদিয়েরের নেয়া ডান পায়ের প্লেসিং শট পোস্টের খুব কাছ দিয়ে বাইরে চলে যায়।
তবে পেনাল্টি থেকে গোল করতে না পারায় অলব্লজদের হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজ। ৬৭ মিনিটে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়া রাসেলের নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকেকে অবৈধভাবে বাধা দেন চট্টগ্রাম আবাহনীর উজবেকিস্তান ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলী। রেফারি আনিসুর রহমান পেনাল্টির বাঁশি বাজান।
কিন্তু পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন লোপেজ। তার নেয়া শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার মো. নাঈম। দুই দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
সেখানেই বাজিমাত চট্টগ্রাম আবাহনীর। ১০৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় তারা। সতীর্থের কাছ থেকে বক্সের মধ্যে বল পান রাকিব হোসেন। ঠাণ্ডা মাথায় বাঁ-পায়ের শটে জালে জড়িয়ে দেন তিনি (১-০)। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানার।
সাত মিনিট পর দ্বিতীয় গোলের আনন্দে মেতে ওঠে চট্টলার ক্লাবটি। মাঝমাঠ থেকে চার্লস দিদিয়েরের বাড়ানো বল খুঁজে নেন মান্নাফ রাব্বি। বক্সের মধ্যে ঢুকে পড়া রাব্বি দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করে উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন দলকে (২-০)। তখনই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল।
তবে ম্যাচের অন্তিম সময়ে মেজাজ হারিয়ে চট্টগ্রাম আবাহনীর কাউসার আলী রাব্বির মুখে ঘুষি মারেন তকলিস। তাকে লাল কার্ড দেখাতে দেরি করেননি রেফারি আনিসুর রহমান সাগর। ফলে লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তকলিস।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি