জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং সফল করতে যাত্রাবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং সফল করতে যাত্রাবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং সফল করতে যাত্রাবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা

 

অনলাইন ডেস্ক

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আগামী ৮ নভেম্বর শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে র‍্যালি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে ডেমরা-যাত্রাবাড়ী থানা বিএনপি।

আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ীর কাজলায় নবী টাওয়ারে ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী (আংশিক) থানা বিএনপির এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবীউল্লাহ নবী।
সভায় সভাপতির বক্তব্যে নবীউল্লাহ নবী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও আগামী ৮ নভেম্বর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে র‍্যালি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

নবীউল্লাহ নবী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-০৫ আসন তথা ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলীর (আংশিক) সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ব্যাপক শোডাউন তৈরি করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালিতে যোগ দিবো।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এজন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খানসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ