সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
চাঁদপুরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মাসুম বলেন, দেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাখতে চাই এবং আমাদের অধিকার নিশ্চিত করতে চাই। তাহলে সব শ্রেণি, পেশা ও ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ে তুলতে হবে। এখানে বিভাজনের রাজনীতি জনগণ ও দেশের জন্য কল্যাণকর নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যারা এর আগে এই দেশ শাসন করেছিলেন, আজকে আমরা ৫৩ বছর পার করছি স্বাধীনতার পরে, কোন রাজনৈতিক দল, সুশীল সমাজের লোকেরা, আমাদের সমাজের যারা বুদ্ধিজীবী আছেন, যারা রাজনৈতিক নেতা আছেন, কবি ও সাহিত্যিক আছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশকে মর্যাদার সাথে পরিচালনার জন্য তারা উদ্যোগ নেননি।
বুধবার দুপুরে চাঁদপুর শহরে হাজী মহসীন রোডস্থ রসুইঘর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত বছরে শাসন আমালে যারা ছিলেন তারা দেশের লোকদের বিভক্ত করে দেশের শক্তিকে ধ্বংস করে দিয়েছেন। যে কারণে আমাদেরকে এবং দেশকে গভীর সংকটের মধ্যে পড়তে হয়েছে। যারা এ দেশকে স্বাধীন করেছেন বলে বড় বড় গলায় কথা বলেন, তারাই এই দেশকে হুমকির সম্মুখিন করেছেন। দেশের জনগণকে বিভক্ত করে দিয়েছেন। দেশে এমন এক রাজনীতি চালু করেছেন, যে রাজনীতির ফলাফল হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। তারা সবসময় দেশকে দাঙ্গা হাঙ্গামার মধ্যে রেখেছেন, এর কারণ হচ্ছে এমন পরিস্থিতি থাকলে যারা এদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় এবং দেশকে দখল করতে চায় তাদেরই লাভ হবে।
এই নেতা বলেন, আজকে আপনারা দেশের যেকোন প্রান্তে যাবেন সেখানেই অগণিত শহীদের কবর দেখতে পাবেন। পুরো বাংলাদেশ মূলত শহীদের রক্তে রঞ্জিত।
এটিএম মাসুম বলেন, যারা ক্ষমতায় ছিলেন তারা বার বার আমাদের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্রকারীদের ফাঁদে আমাদের রাজনৈতিক নেতা ও দলগুলো পা দিয়েছিলো। আর যারাই ক্ষমতায় এসেছে, তারা ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য কম-বেশী সকলেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। এর মধ্যে কেউ সরবে এবং কেউ নিরবে জড়িত ছিলেন। যার কারণে বাংলাদেশ এখনো একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার আপন সত্ত্বা নিয়ে বিশ্বের বুকে মর্যাদার আসন অর্জন করতে পারেনি।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি এড. মাসুদুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাও: লিয়াকত আলী ভূঁইয়া।
জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাও: বিল্লাল হোসেন মিয়াজী, সহ-সেক্রেটারি এড. মো: শাহজাহান মিয়া, অধ্যাপক মো: আবুল হোসাইন, শহর জামায়াতের আমির এড. মো: শাহজাহান খান, সদর জামায়াতের আমির মো: নাছির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যুবাইর ইসলাম আসিফ, শহর ছাত্রশিবির সভাপতি মো: ফারুক হোসাইন ও জেলা ছাত্রশিবির সভাপতি মো: মহররম আলী।
শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ সামিউল নুরের বাবা আমানুল্লাহ চৌধুরী, শহীদ সিয়াম সরদারের ভাই শরীফ সরদার ও শহীদ আব্দুল্লার বোন আখি আক্তার।
মতবিনিময় শেষে ১১ শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ ২ লাখ করে ২২ লাখ টাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি