উইমেন্স মেডিকেল পরিদর্শনে ডা. শফিক

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

উইমেন্স মেডিকেল পরিদর্শনে ডা. শফিক

উইমেন্স মেডিকেল পরিদর্শনে ডা. শফিক

 

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ বুধবার হাসপাতাল পরিদর্শন করেছেন। পরে কর্তৃপক্ষের উদ্যোগে তিনি স্টাফদের উদ্দেশে আয়োজিত প্রেষণামূলক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. (অব.) ডা. জি এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মৃদুল গুপ্তের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহ-অধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। সভায় মূল বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ফেরদৌস হাসান।
সভায় ডা. শফিক হাসপাতালের জন্মলগ্ন হতে বর্তমান পর্যন্ত সবার পরিশ্রমের কথা স্মরণ করে রোগী তথা সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার ও সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি