অনলাইনে ১০ লাখ রেজিস্ট্রেশন ও ২ লাখ রিটার্ন দাখিল

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

অনলাইনে ১০ লাখ রেজিস্ট্রেশন ও ২ লাখ রিটার্ন দাখিল

অনলাইনে ১০ লাখ রেজিস্ট্রেশন ও ২ লাখ রিটার্ন দাখিল

অনলাইন ডেস্ক

 

চলতি ২০২৪-২০২৫ করবর্ষের শেষ ৫৮ দিনে অনলাইনে ১০ লাখ করদাতা ই-রেজিস্ট্রেশন এবং দুই লাখ করতাদা ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতারা এই রিটার্ন দাখিল সম্পন্ন করেন।

বুধবার এনবিআর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন ও ই-রিটার্ন দাখিল কার্যক্রম করদাতাদের জন্য উন্মুক্ত করে এনবিআর। তাতে এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে করদাতারা সহজে এবং দ্রুত তাদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। পাশাপাশি দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। সহজলভ্য এই সুবিধায় ইতোমধ্যে দুই লাখের বেশি রিটার্ন দাখিল করা হয়েছে।

এনবিআর জানায়, ই-রিটার্ন দাখিল সম্পন্নে যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তার জন্য একটি কল সেন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া, সবগুলো মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য সেসব মন্ত্রণালয়-বিভাগ থেকে দুই জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আরও করদাতা বান্ধব করা হয়েছে। কোনো করদাতা তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর এক বিশেষ আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী, তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

বিডি প্রতিদিন