ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

ডোনাল্ড ট্রাম্প (বামে) ও ভ্লাদিমির পুতিন

 

ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

অনলাইন ডেস্ক

 

ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হতেই তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটা ভুলে গেলে চলবে না যে, শত্রু দেশটির উভয় নেতাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত।
দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য রাশিয়া যথাযথভাবে পর্যবেক্ষণ করছে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, কোনও কিছু বলতে গেলে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আরও প্রায় দেড় মাস হোয়াইট হাউসে থাকবেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ট্রাম্প ওভাল অভিসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন বা প্রবেশ করবেন। পরবর্তীতে এ ব্যাপারে বক্তব্য দেওয়া হবে। যদিও আমরা সবকিছু বিশ্লেষণ করছি।

তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। যদিও তা রাতারাতি সম্ভব নয়। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ