বরিশালে শেখ হাসিনার ফুপাতো ভাইসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

বরিশালে শেখ হাসিনার ফুপাতো ভাইসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

 

বরিশালে শেখ হাসিনার ফুপাতো ভাইসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

 

দেড় বছর আগে বরিশালের গৌরনদীতে ইউনিয়ন বিএনপির পথযাত্রার প্রস্তুতি সভায় হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানায় দায়ের করা মামলাটিতে ৩৯ জন নামধারী ও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির নেতা আক্কেল আলী সরদার মামলাটি দায়ের করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস জানান, মামলাটির আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কারান্তরীণ হারিচুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, সহ-সভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লা ওরফে ভিপি সুমন, গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার।

মামলায় বাদী অভিযোগ করেন, বিএনপির ইউনিয়ন পদযাত্রা উপলক্ষ্যে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি উপজেলার মাগুড়া-মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় আসামিরা গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে হামলা করেন।

মামলার বাদী বিএনপি নেতা আক্কেল আলী সরদারকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খাঞ্জাপুর বাকাই বাজারে বাদীর সরদার মার্কেটে হামলা করেন আসামিরা। এছাড়া মার্কেটের ২৭টি দোকানের প্রতি মাসের ভাড়া ১১ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যান তারা। যাওয়ার সময় তাকে হত্যার হুমকি দেওয়ায় দীর্ঘদিন এলাকায় যেতে পারেননি। তাই আসামিদের ভয়ে দীর্ঘদিন মামলা করেননি।

ক্ষমতার পালাবদলে এলাকায় ফিরে এসে মামলা করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

বিডি প্রতিদিন