ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক

 

ব্রাহ্মণবাড়িয়ায় সায়মন মিয়া (২৪) ও ওমর ফারুক রনি (২০) নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সায়মন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের শফিক মিয়ার ছেলে ও ওমর ফারুক রনি দাতিয়ারার আবুল ফায়েজের ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সায়মন মিয়া ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন