টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিল আফগানরা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিল আফগানরা

টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিল আফগানরা

অনলাইন ডেস্ক

 

সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিয়েছে আফগানরা।

টস জিতে বাংলাদেশকে বল করতে পাঠায় আফগানিস্তান। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের আঘাতে শুরুতেই খেই হারায় আফগানরা।
তবে ২০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানদের টাল সামাল দেন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মাদ নবি। দুজন মিলে গড়েন একশ রানের জুটি (১১৬ বল)। পাঁচ উইকেট পড়ার পর বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় শতকছোঁয়া জুটি এটি।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানদের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী। ৭৯ বলে এই ইনিংস খেলেছেন তিনি। ৪৯ ওভার ৪ বলেই ২৩৫ রানে অলআউট হয়েছেন আফগান ব্যাটাররা।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ