মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সারা ম্যাকব্রাইড

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সারা ম্যাকব্রাইড

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সারা ম্যাকব্রাইড
অনলাইন ডেস্ক

 

প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড।

তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।
যদিও এই নির্বাচনে ভরাডুবি হয়েছে তার দলের। তবে সারা ম্যাকব্রাইড ইতিহাস গড়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। দলটি জয় পেয়েছে ২০৪টি আসনে। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের দল ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ১৮২ আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮ আসনে জয়ী হতে হবে। সূত্র: রয়টার্স, সিএনএন

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ