সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব “আরটি ডক: টাইম অব আওয়ার হিরোস”
অনলাইন ডেস্ক
৬ নভেম্বর ২০২৪, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে আরটি ডকুমেন্টারি টিভি
চ্যানেলের সহযোগিতায় 'আরটি ডক: টাইম অব আওয়ার হিরোস' আন্তর্জাতিক
প্রামাণ্যচিত্র উৎসবের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়। এই অনন্য প্রকল্প, যা দর্শক এবং
ডকুমেন্টারি ফিল্মের নির্মাতাদের একত্রিত করে, শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকদের
মধ্যে দুর্দান্ত আগ্রহ জাগিয়ে তুলেছে।
ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পি দভইচেনকভ বলেন, "এই উৎসব দর্শকদের
শুধু গুরুত্বপূর্ণ সামাজিক ও ঐতিহাসিক বিষয়ের সঙ্গেই পরিচয় করিয়ে দেয় না, বরং
তরুণ পরিচালকদের তাদের নিজস্ব কাজ তৈরি করতেও অনুপ্রাণিত করে। রাশিয়ার
সংস্কৃতি ও শিল্পের প্রতি এমন আগ্রহ দেখে আমরা আনন্দিত।
উৎসবের বিশেষ অতিথি আরটি ডকের সম্পাদক একাতেরিনা শুভনায়া বিশ্ববিদ্যালয়ের
সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রামাণ্যচিত্র নির্মাণের
ওপর মাস্টার ক্লাস নেন। তিনি নতুন আরটি প্রকল্প সম্পর্কে কথা বলেছেন –
artel.doc পোর্টাল, যেখানে বিভিন্ন ভাষায় ৫০০ টিরও বেশি ডকুমেন্টারি রয়েছে।
উৎসবের দ্বিতীয় দিনে, নিম্নলিখিত চলচ্চিত্রগুলি দেখানো হয়: "ডনবাস: ইয়েস্টারডে,
টুডে, টুমরো" (লেখক: তাতিয়ানা বোর্শ), "ডনবাস। ইকোস অব ওয়ার" (লেখক:
একাতেরিনা কিতায়েৎসেভা, দিমিত্রি ক্রুস্তালিওভ), "উই আর রাশিয়া!" (লেখক:
একাতেরিনা কোজাকিনা, দিমিত্রি খ্রুস্তালিওভ, আন্তন মেশচেরিয়াকভ) এবং "ডনবাস
ভলান্টিয়ার্স ইউনাইটেড স্ট্রেংথ" (লেখক: একাতেরিনা কিতায়েৎসেভা, রুসলান
গুসারভ) । প্রদর্শনী শেষে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকদের
বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীদের সনদ প্রদানের
মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি