বিপিএল হবে একটি ইতিবাচক টুর্নামেন্ট

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

বিপিএল হবে একটি ইতিবাচক টুর্নামেন্ট

বিপিএল হবে একটি ইতিবাচক টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক

 

বিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। ৭ দলের টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। প্লেয়ার্স ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে দল গুছিয়ে নিয়েছে। আজ টাইটেল স্পনসরের নাম ঘোষণা করেছে বিসিবি। চলতি আসরের টাইটেল স্পনসর ডাচ্-বাংলা ব্যাংক। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। ব্যাংকটি ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের টাইটেল স্পনসর ছিল।

অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখিতে বিপিএলের সদস্য সচিব বলেন, বিপিএল যেন সাংস্কৃতিক অঙ্গণ, ব্যবসায়িক অঙ্গণ ও সামাজিক জীবনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল শারজাহতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। ক্যারিবীয় সফর শেষ করে দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পরবেন বিপিএলে। টুর্নামেন্টটি দেখার জন্য দেশের ক্রিকেটে অপেক্ষায় আছেন বলেন সদস্য সচিব, এই টুর্নামেন্টটি দেখতে দেশের ক্রিকেটপ্রেমীরা সবাই অপেক্ষায় আছেন। যদিও টুর্নামেন্টটি ঘিরে সমালোচনা কম নয়। তারপরও আমরা এবার চেষ্টা করবো একটি ভালো টুর্নামেন্ট আয়োজন করতে। টুর্নামেন্টের খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। টুর্নামেন্টের খেলা দেখানো হবে টি-স্পোর্টস, গাজী টিভি।
বিডি প্রতিদিন