ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কমলার

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কমলার

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কমলার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ভাষণের শুরুতেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে হার মেনে নিয়েছেন তিনি। এসময় তিনি ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা বলেন, ‘আমাদের অবশ্যই এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া উচিত। এর আগে আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।’

নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সহায়তার কথাও জানান কমলা।

তিনি বলেন, ‘আমি ট্রাম্পকে বলেছি, রাজনৈতিক পটপরিবর্তনে তিনি ও তার দলকে (রিপাবলিকান পার্টি) আমরা সাহায্য করব। আর এভাবে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে যুক্ত হব।’

মঙ্গলবারের (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে।

আলজাজিরার সবশেষ তথ্য অনুযায়ী, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৯৫ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেকটোরাল কলেজ ভোট। এখনো দুটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ