সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীর সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিনেরপোতা মেঘনার মোড়ে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে ভোরে এই ঘটনা ঘটেছে। চুকনগর থেকে সাতক্ষীরাগামী ট্রাকের সঙ্গে পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। দুইজন ঘটনাস্থলে মারা গেছে। একজনকে ফায়ার সার্ভিসের লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি