আরো নতুন তিনটি দেশে এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

আরো নতুন তিনটি দেশে এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

আরো নতুন তিনটি দেশে এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’
প্রেস বিজ্ঞপ্তি

 

আরো তিনটি নতুন দেশে এসি রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল’র সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স। দেশগুলো হল কিরিবাতি, বুরকিনা ফাসো ও গ্যাবন।

সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল ইলেকট্রনিক্সের নিজস্ব কারখানা থেকে ‘ভিশন’ ব্র্যান্ডের এসির চালান তিনটি দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
২০২২ সালে আফ্রিকার দেশ গিনিতে পাঠানোর মাধ্যমে এসি রপ্তানি শুরু করে আরএফএল। বর্তমানে গিনি, জিবুতি, কঙ্গো, সিয়েরা লিওন, ফিজিসহ বিশ্বের ১০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে ভিশন এসি।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘আমাদের লক্ষ্য প্রাণ-আরএফএল গ্রুপের সব পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দিয়ে দেশের রপ্তানি বাজার সম্প্রসারণ করা। সারাবিশ্বেই এসির ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া গুণগতমান বজায় রেখে ভিশন এসি কম উৎপাদন খরচের কারণে প্রতিযোগিতামূলক মূল্য অফার করতে সক্ষম, যা বিকল্প খুঁজতে থাকা বৈশ্বিক ক্রেতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।’
তিনি আরও বলেন, ভিশন এসিতে পরিবেশবান্ধব আর৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, যা ওজোন স্তরের কোনো ক্ষতিসাধন না করে বিশ্বব্যাপী জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। এর ফলে এ ধরনের এসি পরিবেশ সচেতন বৈশ্বিক ক্রেতাদের ব্যাপকভাবে আকর্ষণ করে।
বিডি প্রতিদিন