সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
নবীনদের প্রতারিত হওয়ার ঘটনার সিনেমা ‘রং ঢং’
অনলাইন ডেস্ক
মুক্তির এক সপ্তাহ আগে ‘রং ঢং’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখা নতুন শিল্পীদের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক আহসান সারোয়ার। ‘রং ঢং’ মুক্তি পাবে শুক্রবার (০৮ নভেম্বর)।
ট্রেইলার মুক্তির পর ‘ইতিবাচক সাড়া পাচ্ছেন’ বলে জানিয়েছেন পরিচালক সারোয়ার। তিনি বলেন,দীর্ঘ সময় প্রতীক্ষার পর আমার সিনেমাটি আলোর মুখ দেখছে। ট্রেইলার মুক্তির পর খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
তিন বছর ধরে সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। সরোয়ার বলেন, ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডে ‘রং ঢং’ জমা দিয়েছিলেন ২০১৯ সালে। ওই সময় কিছু বিষয়ে সংশোধন দেখিয়ে সিনেমাটি সেন্সরে আটকে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সংশোধন করে আবার জমা দেওয়া হলে, বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। যদিও ব্যান করার কোনো কারণ তারা দেখাতে পারেনি। তারপর সিনেমাটি নিয়ে আপিল বিভাগে যাই। সেখান থেকে গতবছর সিনেমাটির ছাড়পত্র মিলেছে।”
‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খানসহ আরও অনেকে।
২০১৬ সালে ‘রং ঢং’ এর শুটিং শুরু হয়েছিল। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, গাজীপুর, সিলেটসহ দেশের আরও কয়েকটি জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলেছে দৃশ্যধারণের কাজ। সে সময় সিনেমার দুটি গান ‘বয়স ১৬তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।
সিনেমায় সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স এবং তাসনুভা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি