সাইবার মামলায় আদম তমিজি হককে অব্যাহতি

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

সাইবার মামলায় আদম তমিজি হককে অব্যাহতি

আদম তমিজি হক। ফাইল ছবি

 

সাইবার মামলায় আদম তমিজি হককে অব্যাহতি

 

অনলাইন ডেস্ক

 

 

রাজধানীর দক্ষিণখান থানায় করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ব্যবসায়ী আদম তমিজি হক।

গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। ট্রাইব্যুনালের পেশকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলেন।

গত বছরের ১৫ নভেম্বর আদম তমিজির বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম। রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করা হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম তমিজি হক। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

দক্ষিণখান থানার একটি মামলায় ওই বছরের ৯ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে আদম তমিজি হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়। চলতি বছরের ৪ এপ্রিল রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ