আতশবাজি পোড়াতে গিয়ে দগ্ধ ফুটবলার আইসিইউতে

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

আতশবাজি পোড়াতে গিয়ে দগ্ধ ফুটবলার আইসিইউতে

স্পোর্টস ডেস্ক

নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বৃহস্পতিবার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে থার্টিফার্স্ট নাইট উদযাপন অনুষ্ঠানে আতশবাজি পোড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ফুটবলার ওমর আঙ্কারার লিভ হসপিটালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

তার চিকিৎসক ডা. ভেদাত কায়া জানিয়েছেন, ওমরের মুখ ও হাত দগ্ধ হয়েছে। তবে সেটি গুরুতর নয়। কিন্তু বিপদের বিষয়টি হচ্ছে – আতশবাজির আগুনের ছটা তার দুই চোখে আঘাত করেছে।

আরও পরীক্ষা-নিরীক্ষা করে চোখের চিকিৎসা করাতে হবে ওমরের। তুরস্কের গ্যালাতাসারি ক্লাবের হয়ে খেলেন নরওয়ের এই ফুটবলার।

ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট আবদুররহিম আলবায়েরাকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্যালাতাসারির জন্য এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। নতুন বছরকে স্বাগত জানাতে ইস্তাম্বুলে নিজের ফ্ল্যাটে আতশবাজি পোড়ান ওমর।

আতশবাজি বিস্ফোরিত হয়ে ওমরের হাতে লাগে। আগুনের ঝটকা তারা চোখ ও মুখে আঘাত হানে। বর্তমানে অনেকটা সুস্থ্য ওমর। তিনি কথা বলতে পারছেন এবং ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসকদের সাড়া দিচ্ছেন।

নরওয়ের জাতীয় দলের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি। ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি। বর্তমানে তুরস্কে গ্যালাতাসারি ক্লাবের হয়ে খেলছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ