সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউপি’র দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামে মাওলানা আনজব আলী (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন ও দীঘিরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ বেশ কয়েকজন অতিথি বৃন্দ। নব-নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার প্রতিষ্টাতা পীর শাহ তাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা আল মাহমুদের পরিচালনায় এম তাজিম উদ্দিন ও আলী হোসেন কাজল ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক ফারুক আহমদ, সিলেট কৃষি বিশ^ বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম মামুন উদ্দিন, স্থানীয় ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সড়কের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, ইউপি জাপার সভাপতি ওলিউর রহমান দলপতি, ব্যবসায়ী আজমল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মস্তফা রাসেল, ইউপি সদস্য মুন্সি আবুল হোসেন। এছাড়াও যুব নেতা কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াছ উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায় দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামের মরহুম আব্দুল মতিনের পুত্র পীর শাহ তাজিম উদ্দিনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্টা করা। সেই স্বপ্ন বাস্তয়ন করতে গত বছরের ২ অক্টোবর তার নিজ বাড়ির একটি পাকা ভবনে এই মাদ্রাসার যাত্রা শুরু করেন। এতে ৫জন শিক্ষক নিয়োগ সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হিফজ শাখায় ভর্তি হয়েছেন। এই শুভ যাত্রার মাত্র ৩ মাস যেতে না যেতে তার নিজ উদ্দ্যেগ ও অর্থায়নে বাড়ির পাশের একটি জমিতে এই হাফিজিয়া মাদ্রাসার ভবনের শুভ কাজ শুরু করেছেন। সভায় অতিথি বৃন্দ সহ এলাকার সর্বস্থরের মানুষ তার এমন উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি