সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধিঃ ’ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বির্নিমানে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্য নিয়ে জৈন্তাপুর উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারী শনিবার সকাল ১১টায় সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ.কে আজাদ ভূইয়ার সভাপতিত্বে ও অফিস সহকারী আলতাফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-ভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহজাহান কবীর খান, সদস্য রেজওয়ান করিম সাব্বির, ইউপি সদস্য মামুনুর রশিদ, ইয়াং স্টার ক্লাবের সভাপতি শরিফ উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ ৫ জন ক্যান্সার, কিডনি রোগীর জন্য ৫০ হাজার টাকার চেক ও বিভিন্ন রোগে আত্রæান্ত রোগীদের চিকিৎসার বাবদ রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে ১০ জনকে অনুদানের চেক এবং ৭ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি