সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৩ আ’লীগ নেতা আটক
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যান সহ ৩ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার এর নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান আব্দর রব মাহবুব (৫০), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লোকমান হোসেন (৫৫) এবং ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন লেবু(৪৯)।
পুলিশ জানায়- গত ৪ আগষ্ট কুলাউড়া শহরে দা লাঠিসোটা দিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালান আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষাথী গুরুতর আহত হন। হামলায় প্রকাশ্যে মহড়া দেন জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাহবুবসহ তার সঙ্গীরা। পরে ৫ আগষ্টের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার কুলাউড়া থানায় দুইটি মামলায় ১০৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দুটি মামলার ১৫-১৬ জনকে আটক করা হয়েছে এ মামলার আসামী হিসেবে রোববার ভোর রাতে মাহবুব চেয়ারম্যানসহ তার ২ সহযোগীকে আটক করে পুলিশ।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি