সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
ছাত্র-জনতার উপর হামলার ছবি ও ভিডিও রয়েছে, তদবিরবাজদের কাউকে ছাড় দেয়া হবে না -পুলিশ সুপার
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলায় ৫ আগস্ট এরপর থেকে যত মামলা হয়েছে এবং বিভিন্ন ভাবে যারা অপকর্মের সাথে জড়িত তাদের স্টিল ছবি ও ভিডিও রয়েছে। ছাত্র-জনতার উপর হামলাকারী কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেফতারকৃতদের পক্ষে কেউ কোন তদবির করলে সেই তদবিরবাজদের কোন ছাড় দেয়া হবে না।
রোববার ১০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এ কথা বলেন।
তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আমরা করব। মৌলভীবাজার জেলাকে একটি ক্লিন জেলা হিসাবে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এবং জেলাবাসীর সবাইকে নিয়ে আমরা এ সুফল ঘরে তুলতে চাই।
তিনি আরও বলেন, অনেক জায়গায় পুলিশি কার্যক্রম পুরোদমে সচল হতে পারেনি কিন্তু মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা সচ্ছল বলে আমি মনে করি। আমাদের পুলিশ বাহিনী রাতের আধারে ও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে ডাকাতির প্রবণতা বেড়ে যায় তাই মৌলভীবাজার বাসীর প্রতি একটু সচেতন থাকার আহ্বান জানান।
জেলা আইনশৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন মেজর মোস্তফা আনোয়ারুল আজীজ,প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, জামায়াতের সাধারন সম্পাদক মোঃ ইয়ামির আলী, জেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ বিআরটি উপ পরিচালক হাবিবুর রহমান।
আইনশৃঙ্খলা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) এর উদ্যোগে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি