সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
অনলাইন ডেস্ক :: সিলেট ফিডে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল র্যাটিং দাবা টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর উপশহরস্থ শাহজালাল সিটি কলেজে বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় দাবা কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
এসময় প্রধান অতিথি সিলেট দাবা একাডেমীর উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহী উদ্দিন আহমদ সেলিম, দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, কেবিএম ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির এ চৌধুরী।
দাবা বিচারক ও জাতীয় প্রশিক্ষক হাসনাত এলাহী চৌধুরী আয়োজনে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় তাতী লীগের সদস্য কালাম আহমদ, হ্যাপি ওয়ার্ল্ড ফাউন্ডেশনের ডিষ্ট্রিক গর্ভণর এডভোকেট এম. এ. সালেহ চৌধুরী, শেখ সাব্বির আহমদ, বাবুল মিয়া প্রমুখ।
গত ২৭ ডিসেম্বর থেকে উক্ত খেলা অনুষ্ঠিত হয় এবং এখানে সারা দেশের ৩৫জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করেন। খেলায় ১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
১ম পুরস্কার বিজয়ী সাইফুল ইসলাম চৌধুরীকে ১০ হাজার টাকা, ২য় পুরস্কার বিজয়ী অভিক সরকারকে ৬ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয় সাতাদ্রো শুভন দে এবং ৪র্থ থেকে ১০ম পুরস্কার বিজয়ীদের প্রাইজমানী দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি