অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য ডেডপুলের নতুন চমক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য ডেডপুলের নতুন চমক

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য ডেডপুলের নতুন চমক

অনলাইন ডেস্ক

 

মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো ডেডপুল। এই চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শক নন্দিত হয়েছেন রায়ান রেনল্ডস। সম্প্রতি রেনল্ডস মার্ভেলের নতুন ব্লকবাস্টার সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ -এ ডেডপুল চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

জুলাই মাসে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছে। ভালো ব্যবসার পাশাপাশি এটি ভক্তদের মনকেও জয় করেছে।
অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য এবার চমক জাগানিয়া খবর দিলেন তিনি। আসন্ন ‌‘অ্যাভেঞ্জার্স ৫’ সিনেমা দিয়ে তার প্রত্যাবর্তনের কথা বলেছেন রেনল্ডস।

একটি নতুন সাক্ষাৎকারে রেনল্ডসকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় ডেডপুল চরিত্রে ফিরে আসবেন? রেনল্ডস কোনো নিশ্চিত উত্তর দেননি। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি কিছুই লুকাচ্ছি না। দেখা যাক কি হয়।’

এর আগে আগস্ট মাসে রেনল্ডস বলেছিলেন, তিনি এবং পরিচালক শশান লেভি ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ সিনেমা এমনভাবে বানাননি যেন এটি অন্য কোনো সিনেমার প্রোমো হয়ে যায়। তিনি বলেন, ‘এটি আরেকটি সিনেমার জন্য কোনো বিজ্ঞাপন ছিল না। এটি নিজস্ব গল্পের একটি উপভোগ্য সিনেমা ছিল।’

তিনি আরও বলেন, ‘এখন এই মুহূর্তে আমি জানি না আবার কখনো ডেডপুলের সুট পরব কি না। আশা করি পরব, কিন্তু এখনও কিছু জানি না। এখন একটু বিরতি নেবো। পরবর্তীতে কী হবে সেটা পরে দেখব।’

তবে তিনি সম্প্রতি নিশ্চিত করেছেন, হিউ জ্যাকম্যান এবং শশান লেভির সঙ্গে একটি নতুন সিনেমার জন্য গল্প লিখছেন তিনি। এটি মার্ভেলের অংশ হবে না।

এদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র. ফিরছেন। তবে তাকে আইরন ম্যান চরিত্রে নয়, দেখা যাবে ভিলেন ডক্টর ডুম চরিত্রে। মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগি জানিয়েছেন এই সিনেমা দিয়ে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এবং ‘থান্ডারবোল্টস’- এর চরিত্রগুলোও এই সিনেমায় উপস্থিত থাকবে।নিঃসন্দেহে মার্ভেল সুপারহিরো ভক্তদের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স ৫’। সবকিছু ঠিক থাকলে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটি ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে।

বিডি প্রতিদিন