শাল্লায় ইউএনও পাউবোর কমিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

শাল্লায় ইউএনও পাউবোর কমিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শাল্লায় ইউএনও পাউবোর কমিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শাল্লা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে হাওরের ফসল রক্ষা বাঁধের কাবিটা কমিটিতে একজন সাংবাদিক প্রতিনিধি হিসেবে নিয়োগের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন মন্তব্য শুনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা কমিটির সভাপতি এস এম তারেক সুলতান। সবার মতামত শুনে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক ফসল রক্ষা বাঁধের কাজ করা হবে বলে আশ্বস্ত করেন। সেইসাথে এলাকার উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা প্রত্যাশী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। সভায় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা রিপন আলী।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা সৈকত জামিল ও থানার তদন্ত ওসি ওয়ালী আশরাফ রিয়াদ এবং শাল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।