সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

 

নিজস্ব প্রতিবেদক

সিলেটে পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

সিলেটের রেস্তোরাঁ

 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

বদলিকৃতরা হলেন- সিলেট জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ফাল্লুনী পুরকায়স্থ ও সুনামগঞ্জ জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা। এরমধ্যে ফাল্লুনীকে নৌ পুলিশ ও নিকুলিনকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এদিকে আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। এরমধ্যে পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ