হ্যাটট্রিক করেই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

হ্যাটট্রিক করেই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন

হ্যাটট্রিক করেই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন

 

অনলাইন ডেস্ক

 

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে নিউজিল্যান্ডের জয়ের নায়ক লকি ফার্গুসন। তবে পায়ের পেশির চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না তিনি। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার অ্যাডাম মিলনে।

সম্প্রতিই ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছিলেন ফার্গুসন। ডাম্বুলায় রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০৮ রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। দুই ওভার মিলিয়ে তিনি হ্যাটট্রিক করেন।
নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাটট্রিক পূর্ণ করা দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন ফার্গুসন। ওই ওভারের পর তিনি মাঠ ছেড়ে যান এবং ম্যাচের বাকি অংশে আর দেখা যায়নি তাকে। যদিও ম্যাচ-সেরা পুরস্কার নিতে ফিরে এসেছিলেন তিনি।
প্রাথমিক পর্যবেক্ষণের পর শ্রীলঙ্কা সফরের বাকি অংশে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। দেশে ফেরার পর তার স্ক্যান করানো হবে। তার জায়গায় ডাক পাওয়া মিলনে মঙ্গলবার ডাম্বুলায় পৌঁছবেন।
শেষ টি-টোয়েন্টিতে ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন ফার্গুসন। ৫ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে নিউ জিল্যান্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বুধবার।
বিডি প্রতিদিন