পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আয়োজনের দৌড়ে তিন দেশ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আয়োজনের দৌড়ে তিন দেশ

পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আয়োজনের দৌড়ে তিন দেশ

অনলাইন ডেস্ক

 

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র মাস তিনেক বাকি। তবে, ভারতের আপত্তিতে এখনও অনিশ্চয়তার বেড়াজালে এই টুর্নামেন্ট। কিছুতেই পাকিস্তানে খেলতে যাবে না ভারত। খেলা হতে হবে হাইব্রিড মডেলে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, হয় ‘হাইব্রিড’ মডেলে রাজি হও, নয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন ছাড়ো! ভারত পাকিস্তানে যেতে রাজি নয়, এমন খবরের পর বেশ কড়া বার্তাই দিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। হাইব্রিড মডেলেও তিনি ছিলেন নারাজ। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেল না মানলে কপাল পুড়তে পারে পাকিস্তানের।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। সেক্ষেত্রে আয়োজক হিসেবে আইসিসির ভাবনায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির চাওয়া অনুযায়ী পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ জানিয়েছে বিসিসিআই।

সেই চিঠিতে বিসিসিআই জানিয়েছে, সরকারের অনুমতি না মেলায় কোহলিদের পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় বিসিসিআই। তবে এমন দাবি মেনে নেয়নি পিসিবি। সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, কোনো ভাবেই ভারতের প্রস্তাব মেনে নেবে না পাকিস্তান। এরপরই বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করে খোদ আইসিসি। পিসিবিকে হাইব্রিড মডেল মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশের কেন্দ্রীয় সরকার পিসিবিকে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য। পিসিবি সভাপতি মোহসিন নাকভি জানিয়েছেন, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান। আইসিসি যদিও হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে। সেই সঙ্গে পাক ক্রিকেট বোর্ডকে আয়োজন করার পুরো খরচও দেবে তারা। বেশির ভাগ ম্যাচ যাতে পাকিস্তানে হয়, সে দিকেও লক্ষ্য রাখার কথা বলেছে আইসিসি। কিন্তু পাকিস্তান তাতেও রাজি নয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে?

পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় এবং ভারত যদি পাকিস্তানে খেলতে যেতে রাজি না হয়, তা হলে পুরো প্রতিযোগিতাই সরিয়ে দিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকার মতো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে কোনও দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি থাকবে না বলে মনে করা হচ্ছে। কিন্তু পাকিস্তান এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারলে খেলবে না বলে জানিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল হতে পারে?

আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। হাতে খুব বেশি সময় নেই। যদি দ্রুত কোনও রকম সিদ্ধান্ত নেওয়া না যায়, তা হলে প্রতিযোগিতা বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রতিযোগিতা বাতিল হলে তা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খুব বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে। সমর্থকদের জন্যেও তা খুব আনন্দের হবে না।

ডিসেম্বরের প্রথম দিন থেকে আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা নিতে পারেন। জয় কী ভাবে দায়িত্ব নিয়েই এই সমস্যার সমাধান করেন, সে দিকে নজর থাকবে সবার।