রাজধানীর মাতুয়াইলে প্রাইভেটকার থেকে শতাধিক চোরাই মোবাইল উদ্ধার

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

রাজধানীর মাতুয়াইলে প্রাইভেটকার থেকে শতাধিক চোরাই মোবাইল উদ্ধার

রাজধানীর মাতুয়াইলে প্রাইভেটকার থেকে শতাধিক চোরাই মোবাইল উদ্ধার
অনলাইন ডেস্ক

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িচালক সাফি আলমকে (৩৪) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকারে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয় ডিএমপির ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, যাত্রাবাড়ী থানার দু’টি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।

ডিসি আরও বলেন, জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকা কোনো একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মার্কেটের তথ্য পেলে অভিযান চালানো হবে। এ চক্রে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন