হাত দিয়েই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা খুলে ফেললেন বৃদ্ধ!

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

হাত দিয়েই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা খুলে ফেললেন বৃদ্ধ!

হাত দিয়েই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা খুলে ফেললেন বৃদ্ধ!

 

অনলাইন ডেস্ক

 

এক পা রয়েছে লোকাল ট্রেনের পাদানিতে। অন্য পা রয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে। স্টেশন থেকে ট্রেন ছাড়বে ছাড়বে করছে। তাই বন্ধ হয়ে যাচ্ছিল ট্রেনের সমস্ত স্বয়ংক্রিয় দরজা। কিন্তু বৃদ্ধ তখনও ট্রেনে উঠতে পারেননি। তাই কোনও মতে স্বয়ংক্রিয় দরজা হাত দিয়ে খুলে দিয়ে ট্রেনে উঠে পড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

ঘটনাটি মুম্বাইয়ের একটি রেলস্টেশনে ঘটেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি এসি লোকাল ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধ। সেই মুহূর্তেই বন্ধ হয়ে যাচ্ছিল ট্রেনের স্বয়ংক্রিয় দরজা।
তাড়াতাড়ি ট্রেনে উঠতে গিয়ে হাত দিয়ে ঠেলে স্বয়ংক্রিয় দরজা ঠেলে দিলেন ওই বৃদ্ধ। তার পর চটপট এসি লোকাল ট্রেনে উঠে পড়লেন তিনি। ‘আনসিন মুম্বাই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর ধরা পড়েছে সেই দৃশ্য। বৃদ্ধের আচরণ দেখে শঙ্কা প্রকাশ করেন নেটব্যবহারকারীদের অধিকাংশ।

এক নেটিজেন বলেন, ‘আপনি যে এ ভাবে উঠে পড়লেন, তার ফলে তো আপনার প্রাণও যেতে পারত।’’ আবার আর এক নেটব্য বহারকারী বলেন, ‘‘তাড়াহুড়ো করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারতেন। আপনার ভাগ্য ভাল। এর পর থেকে সাবধানতা অবলম্বন করবেন।’’

 

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ