সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
দুই ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ, কবে?
অনলাইন ডেস্ক
দুই ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ। এমনটাই ভবিষ্যত বাণী করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, টেকটোনিক প্লেটের পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাওয়ার মাধ্যমে আলাদা হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে প্রায় পাঁচ কোটি বছর পরে আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে।
পৃথিবীতে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ একসময় একসঙ্গে যুক্ত ছিল বলে জীবাশ্ম প্রমাণও রয়েছে।
বিজ্ঞানীদের মতে, আফ্রিকা মহাদেশের কেনিয়া, তানজানিয়া ও ইথিওপিয়ার মাঝখানে একটি বিস্তীর্ণ ফল্ট লাইন রয়েছে। দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। এখানেই আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভক্ত হচ্ছে। আড়াই কোটি বছর ধরে আফ্রিকান টেকটোনিক প্লেটের মধ্যে এই ফাটল বিস্তৃত হয়ে পশ্চিমে নুবিয়ান প্লেট ও পূর্বে সোমালিয়ান প্লেট তৈরি হচ্ছে। এই বিভাজন সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। ভবিষ্যতে একসময় সমুদ্রের পানি প্রবেশ করে এই বিচ্ছিন্ন ভূমির মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে।
ভূতাত্ত্বিক ডেভিড অ্যাডেড বলেন, পূর্ব আফ্রিকার রিফটের টেকটোনিক ও আগ্নেয়গিরির কার্যকলাপের অতীত ইতিহাস রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, ভবিষ্যতে আফ্রিকায় নতুন ভূখণ্ড দেখা যাবে। সোমালিয়ান প্লেট নুবিয়ান প্লেট থেকে দূরে সরে গেলে সম্ভবত মাদাগাস্কারের মতো আলাদা একটি ভূখণ্ড তৈরি হবে। এই বিভক্তি লাখ লাখ বছর পরে দেখা যাবে। তখন নতুন এক পৃথিবীর মানচিত্র কিনতে হবে আমাদের।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি