সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় আরেকটি হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে থানায় মামলাটি রেকর্ড হয়।

মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। মামলার বাদী মো. শফি আলী সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা।
মামলায় দ্বিতীয় আসামি সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন আর তৃতীয় আসামি করা হয়েছে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেনসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয়। মামলাটিতে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওইদিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়েছিলেন মামলার বাদীর ছেলে হাফেজ আল-আমীন (১৭)। সেখানে ১ নম্বর আসামির (মোকতাদির চৌধুরী) নির্দেশে কয়েকজন আল আমীনকে প্রথমে মারধর করেন। পরে গুলি করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০টি মামলা হলো, এর মধ্যে ৭টি হত্যা মামলা। আসামির তালিকায় থাকা ৭২ জনের মধ্যে ৩৮ জন সরাইল উপজেলার বাসিন্দা। বাকি ৩৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ৭২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি আসামি হয়ে থাকলে তাকে অযথা হয়রানি করা হবে না।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ