সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
‘জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতিতে প্রচলিত ধারার পরিবর্তন আনা দরকার’
অনলাইন ডেস্ক
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাতি এমন একটি জাতীয় সংসদ নির্বাচন চায়, যেখানে সবাই নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত, মুক্ত স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তাই জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতিতেও প্রচলিত ধারার পরিবর্তন আনা দরকার। সংখ্যানুপাতিক প্রক্রিয়ায় যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বড় দুটি দল এবং প্রতীকের বাইরে যে সকল রাজনৈতিক দল দেশব্যাপী ভোটের মাঠে থাকে কিন্তু অর্থের কারণে বা পেশিশক্তির কারণে একটি আসনেও জিততে পারছেন না, তাদের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ থাকা উচিত। এটি বড় দুটি দলের বাইরে একটি বিকল্প অংশগ্রহণমূলক সংসদীয় প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা সৃষ্টি করবে, যা হবে অন্তর্ভুক্তিমূলক।
আজ কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। শহরের প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি আ. হাকিম।
শামীম হায়দার বলেন, বিচারিক কাঠামো স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। একটি বিষয় লক্ষ্যণীয়, যারা আমাদের প্রবাসী বাংলাদেশি, তৈরি পোশাক শিল্প খাতের পাশাপাশি যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে পরিবার-পরিজন, সকল শখ-আহলাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এবং তাদের কষ্টার্জিত আয় বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে প্রেরণ করছেন। সেই রেমিট্যান্স যোদ্ধাদের এবার মূল্যায়ন করতে হবে। রেমিট্যান্স যোদ্ধাদের এবার ভোটের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য ই-ভোটিং অবশ্যই প্রবর্তন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সর্বজন গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত এবং উৎসবমুখর করতে হলে ই-ভোটিংয়ের সঙ্গে ব্লক চেইন টেকনোলজিও প্রয়োগ করতে হবে।
সভায় বক্তব্য অন্যান্যের মধ্যে রাখেন অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা রহিমা সিদ্দিকা রিপু, ময়মনসিংহ বিভাগ সভানেত্রী শিরিন রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি