সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৯.৯৮ শতাংশ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এবারের পাসের হার শতকরা ৯৯.৯৮ শতাংশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান খান।
বাউবির এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৭৫৪ জন। নিবন্ধিত শিক্ষার্থী মধ্যে প্রথম বর্ষের রেজাল্টের উপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এ রেজাল্ট প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জন জিপিএ-৫, ১ হাজার ৭০৮ জন এ গ্রেড, ৫ হাজার ৪৪৫ জন এ-, ১১ হাজার ১৫৪ জন বি গ্রেড, ১৩ হাজার ৪৮৯ জন সি এবং ৮৯৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ১০৬ জন ছাত্র এবং ১৩ হাজার ৬৪০ জন ছাত্রী।
এইচএসসি পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের ১ম বর্ষে (২০২৩ ব্যাচ) নিবন্ধিত পরীক্ষার্থীদেরকে স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ করা হয়েছে।
এছাড়া ১৫ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে এসএসসির সনদপত্র ও নম্বরপত্র পরীক্ষা বিভাগে দাখিল সাপেক্ষে ৮ জন শিক্ষার্থী চূড়ান্ত ফলাফল প্রাপ্ত হবেন এবং ৭ জন শিক্ষার্থী বর্ষভিত্তিক ফলাফল প্রাপ্ত হবেন। চূড়ান্ত ফলাফল https://bou.ac.bd/hscresult ওয়েবসাইট থেকে জানা যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি