সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর
অনলাইন ডেস্ক
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।
বিপিএলের শুরু এবং শেষটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এ ছাড়া খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলের বিস্তারিত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন, ম্যাচ ৮টি। এরপর সিলেটে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় ম্যাচ ডেতে হবে ১২টি ম্যাচ। সেখান থেকে দলগুলো যাবে চট্টগ্রামে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। দ্বিতীয় পর্বে ঢাকায় খেলা হবে ২৬ জানুয়ারি থেকে একেবারে ফাইনাল পর্যন্ত। লিগ পর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। প্লে-অফ পর্ব হবে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে একটি করে রিজার্ভ ডে।
সূচি অনুযায়ী শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবারে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।
আরেকটি ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বলেছেন, এবার বিপিএলের টিকিট পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, ‘এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে যেন সবাই সবার সুবিধামতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। আমরা তিনটি ভেন্যুতে (বিপিএল) করেছি। ঢাকায় শুরু করে যাব সিলেটে, ওখান থেকে চিটাগং, তারপর আবার ঢাকায় এসে শেষ রাউন্ড খেলব। যারা খেলা দেখতে ইচ্ছুক, মুঠোফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি