সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৪’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনকৃত সিলেট জেলার ১৬টি ফুটবল একাডেমিসমূহের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমি ১-০ গোলে জলঢুব ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর প্রশাসক মোঃ মাসুদুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর টেকনিক্যাল ডিপার্টমেন্টের এ্যাডমিনিস্ট্রেটর মাহবুব আলম পলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর সহকারী কমিশনার মোঃ ওমর সানী আকন, সিলেট ক্রীড়াঙ্গন সম্পর্কিত ব্যক্তিবর্গ, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ১৬টি ফুটবল একাডেমিসমূহের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
প্লেয়ার অব দ্যা ফাইনাল : বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমি’র ৭ নং জার্সিধারী খেলোয়াড় তানভীর। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট : দক্ষিণ সুরমা ফুটবল একাডেমীর ৭নং জার্সিধারী খেলোয়াড় আবু সাকিন। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি