সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
জকিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের পূর্বগলিতে সোমবার দুপুরে ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি অটোরিকশা (টমটম) চালক কর্তৃক একজন লেবারের গায়ে আঘাত লাগাকে কেন্দ্র করে খাসেরা ও মাতারগ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে রাতে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়।
জানা যায়, সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলির একটি দোকানের সামনে ট্রাক থেকে কিছু লেবার মালামাল নামাচ্ছিল। এমন সময় একটি টমটম গাড়ী এসে মালবহনকারী একজন লেবারের গায়ে ধাক্কা দেয়। পরে লেবাররা ঐ টমটম চালকের সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে টমটম চালককে লেবাররা এখান থেকে বের করে দেন। পরে খাসেরা গ্রামের টমটম চালক তার অন্যান্য সাথিদের নিয়ে এসে মাতারগ্রামের ঐ লেবারসহ কয়েকজনের সাথে মারামারি করে। পরে বাজারের নেতৃস্থানীয়রা রাত ৯ টার মধ্যে বিষয়টি সমাধান করে দিবেন বলে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু হঠাৎ সন্ধ্যার পরপরই উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে পাল্টাপাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, গাড়ী ও দোকানপাট ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও টহলরত সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের লোক ও পথচারিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত, কয়েকটি গাড়ী ভাংচুর ও দোকানে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাজার কমিটির দায়িত্বশীল ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ বসে মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি