সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল
নিউজ ডেস্ক
উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। ১৫ নভেম্বর আখ মাড়াই ও উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল। পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে।
সোমবার শিল্প মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও, দীর্ঘদিন বন্ধ থাকা ৬টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।
ঘোষিত তারিখ অনুযায়ী ৬ ডিসেম্বর ঝিল বাংলা, ২৯ নভেম্বর রাজশাহী ও নাটোর চিনি কল, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও , মোবারকগঞ্জ, ও ফরিদপুর চিনি কল এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।
উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লি., পঞ্চগড় চিনি কল লি., পাবনা চিনি কল লি., রংপুর চিনি কল লি., শ্যামপুর চিনি কল লি. ও সেতাবগঞ্জ চিনি কল লি.।
বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মাড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনি কলের যেকোনও একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি