জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহ

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহ

জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহ

জগন্নাথপুর প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়িত হয়েছেন মো.বরকত উল্লাহ।

তিনি সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

৩৬তম বিসিএস কর্মকর্তা ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২২ এপ্রিল ২০২৪ তারিখে সহকারী কমিশনার হিসেবে যোগদান করে মো.বরকত উল্লাহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দুই দিনের মধ্যে জগন্নাথপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

এ ব্যাপারে মো.বরকত উল্লাহ সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার অর্ডার হয়েছে জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা হিসেবে। এখনও রিলিজ পাইনি।

এ সংক্রান্ত আরও সংবাদ