সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
আলিয়া মাদরাসা মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলন আজ : আসছেন দেশ-বিদেশের আলেমগণ
সংবাদ বিজ্ঞপ্তি
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট কর্তৃক আয়োজিত বহুল আলোচিত “খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিল” আজ বুধবার। মহাসম্মেলনে সর্বস্তরের তৌহিদী জনতাকে অংশ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন জেলা সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটী, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেটের সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসিমী৷
মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার সচিব হাফিজ মাওলানা শাহিদ হাতিমী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান- সিলেটের মাটি, আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। এখানে শায়িত আছেন হজরত শাহজালাল রাহ., শাহপরান রাহ. সহ লাখ লাখ হক্কানি আলেম উলামা ও পীর মাশায়খগণ। আমরা জেনে বুঝে ঘোষণা দিচ্ছি কাদিয়ানীরা কাফের, পবিত্র এই মাটিতে, সিলেটের এ জমিনে কেউ কোনো অপতৎপরতা, বিশেষত ইসলাম, মুসলমান এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কূটচাল কিংবা ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ।
সিলেটবাসীকে কাদিয়ানী ফিতনা সম্পর্কে সচেতন করতে আজ ১৩ নভেম্বর বুধবার, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজন করা হয়েছে “খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিল”! আজকের মহাসম্মেলনে অতিথি হিসেবে রয়েছেন দেশ বিদেশের প্রখ্যাত উলামা মশায়েখ। বিশেষত পাকিস্তানের বরেণ্য আলেম, মুবাল্লিগ শায়খুল হাদীস মাওলানা ইলিয়াস গুম্মান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মুফতি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা সহ দেশের এবং সিলেটের উলামা মাশায়েখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মহাসম্মেলন ও সীরাত মাহফিলে সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি