সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলি দিপু
অনলাইন ডেস্ক
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার বদলে এবার তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে বেছে নিলেন নির্বাচকরা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে কারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলের কয়েকজন সদস্য এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা দিয়েছেন। কিন্তু শান্তর যাওয়া হচ্ছে না।
শারজাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। গতকাল ম্যাচ চলাকালে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না তার।
আপাতত বিশ্রামে থাকবেন শান্ত। আগামী দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসছেন তিনি। শান্ত ছিটকে যাওয়ায় কে আসবেন তার জায়গায়, তা নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে দিপুকে ডাকা হলো। এখন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলছেন তিনি।
২০২৩ সালের ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দিপুর। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন তিনি। এ বছরের ৩০ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। তবে সবশেষ পাকিস্তান সফরের দলেও ছিলেন তিনি। তবে একাদশে সুযোগ পাননি। এবার অবশ্য তার সম্ভাবনা বেশি। যে কারণে তাকে যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজে পাঠাতে চায় বিসিবি। যাতে অন্তত একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারেন তিনি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি